আমাদের সম্পর্কে

মাকতাবাতুল

আবরার

ইসলামের মৌলিক বিষয়াদি এবং যেসব বিষয় উম্মতের প্রয়োজনীয় অথচ সেসব বিষয়ে কোনো গ্রন্থ রচিত হয়নি এমনসব বিষয়াদি সম্বন্ধে প্রামাণ্য গ্রন্থাদি রচনা ও তা প্রকাশ, প্রচার ও বিতরণের মহান লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয় মাকতাবাতুল আবরার।

মাকতাবাতুল আবরার-পরিচিতি

প্রতিষ্ঠা ও অবস্থান:

মাকতাবাতুল আবরার (Maktabatul Abrar/مكتبة الأبرار) প্রতিষ্ঠিত হয় ১৪২৭ হিজরি মোতাবেক ২০০৫ খ্রীস্টাব্দে। প্রোপ্রাইটর বিশিষ্ট মুহাদ্দিছ ও স্বনামধন্য গবেষক লেখক হযরত মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন। অবস্থান: ইসলামী টাওয়ার, (দোকান নং ২২-২৩) ১১/১ বাংলাবাজার, ঢাকা ১১০০। ই-মেইল: maktabatulabrar@gmail.com, ফেসবুক পেইজ: @maktabatulabrarbd মোবাইল নং: ০১৭১২-৩০৬৩৬৪

লক্ষ্য ও উদ্দেশ্য:

ইসলামের মৌলিক বিষয়াদি এবং যেসব বিষয় উম্মতের প্রয়োজনীয় অথচ সেসব বিষয়ে কোনো গ্রন্থ রচিত হয়নি এমনসব বিষয়াদি সম্বন্ধে প্রামাণ্য গ্রন্থাদি রচনা ও তা প্রকাশ, প্রচার ও বিতরণের মহান লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয় মাকতাবাতুল আবরার। সবকিছুর উদ্দেশ্য মহান আল্লাহর রেজামন্দী হাসেল করা।

আল-হামদু লিল্লাহ আল্লাহর রহমতে মাকতাবাতুল আবরার তার মহান লক্ষ্যে অগ্রসর হয়ে চলেছে। ইতিমধ্যে ইসলামের মৌলিক ও প্রয়োজনীয় বিষয়াদি সম্বলিত বেশ কিছু প্রামাণ্য গ্রন্থ মাকতাবাতুল আবরার ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত হয়েছে এবং উলামা, সুলাহা ও জেনারেল শিক্ষায় শিক্ষিত সমাজসহ সর্বস্তরের জনগণের নিকট সেগুলো গৃহীত ও সমাদৃত হয়েছে। যেমন: আকায়েদ বিষয়ে ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ, মাসায়েল বিষয়ে আহকামে যিন্দেগী, ফাযায়েল বিষয়ে ফাযায়েলে যিন্দেগী, মাওয়ায়েজ বিষয়ে বয়ান ও খুতবা, আখলাক-চরিত্র বিষয়ে ইসলামী আখলাক, ইতিহাস বিষয়ে চার ইমাম ও চিশতিয়া তরীকার মাশায়েখ, ভূগোল বিষয়ে ইসলামী ভূগোল, বিজ্ঞান বিষয়ে ইসলামী মনোবিজ্ঞান, ভাষা ও সাহিত্য বিষয়ে ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ, কুরআনের তরজমা ও তাফসীর বিষয়ে বুরহানুল কুরআন, জীবন গঠনমূলক বিষয়ে যদি জীবন গড়তে চান, চিন্তা-চেতনা বিষয়ে চিন্তা-চেতনার ভুল ও চশমার আয়না যেমন, আধুনিকতা ও প্রগতি বিষয়ে কথা সত্য মতলব খারাপ প্রভৃতি গ্রন্থ। এগুলো ছাড়াও আরও বহুমুখী বেশ কিছু গ্রন্থ মাকতাবাতুল আবরার থেকে প্রকাশিত হয়েছে, যার বিবরণ আমাদের এই ওয়েবসাইটে প্রদান করা হয়েছে।

সহযোগী প্রতিষ্ঠান:

মাকাতাবাতুল আবরার তার লক্ষ্য বাস্তবায়নকে ত্বরান্তিত ও সহজ করার জন্য দু’টো সহযোগী প্রতিষ্ঠান গড়ে তুলেছে। (১) আল-কুরআন পাবলিকেশন্স। এ প্রতিষ্ঠানের মাধ্যমে কুরআন ও কুরআন বিষয়ক (কুরআনের তরজমা, তাফসীর, তরজমা ও  তাফসীরের নীতিমালা প্রভৃতি) গ্রন্থাদি প্রকাশের পরিকল্পনা গৃহীত হয়েছে এবং আল-হামদু লিল্লাহ ইতিমধ্যে (২০২০ সাল পর্যন্ত) এ প্রতিষ্ঠানের মাধ্যমে উপমহাদেশের বিশুদ্ধতম ও সুন্দরতম মুস্হাফ (কুরআন মাজীদের পাঠ্য কপি) ও অত্যন্ত উপযোগী একটি তাফসীর গ্রন্থ (নাম: বুরহানুল কুরআন) প্রকাশিত হয়েছে। (২) ইতিহাস ও ভূগোল প্রকাশন। এ প্রতিষ্ঠানের মাধ্যমে বিশুদ্ধমতম ইসলামী ইতিহাস ও  ইসলামী ভূগোল বিষয়ক গ্রন্থাদি প্রকাশের পরিকল্পনা গৃহীত হয়েছে এবং আল-হামদু লিল্লাহ ইতিমধ্যে (২০২০ সাল পর্যন্ত) এ প্রতিষ্ঠানের মাধ্যমে ‘ইসলামী ভূগোল’ নামে একটি অনন্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। ইতিহাস বিষয়ে ‘চার ইমাম’ ও ‘চিশতিয়া তরীকার মাশায়েখ’ নামে দু’টো গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং ‘কুরআন ও সহীহ হাদীছে বর্ণিত ইসলামী ইতিহাস’ নামে ৫/৬ খণ্ডের একটি বিশুদ্ধ ও অনন্য গ্রন্থ প্রকাশের পথে রয়েছে।