এ গ্রন্থটি সংকলন করা হয়েছে কওমি মাদরাসা সমূহের আদব বিভাগের ছাত্রদের পাঠদানের জন্য। গ্রন্থটি নিয়মতান্ত্রিকভাবে পাঠ করা হলে ছাত্রগণ ইংরেজীতে কথাবার্তা বলতে ও বয়ান ভাষণ প্রদান করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ক্লাসের বাইরেও যত্ন সহকারে বার বার পাঠ করলে এরুপ যোগ্যতা অর্জন হবে ইনশাআল্লাহ।
জাযাকাল্লাহু খাইরান। বাকি কিতাব গুলো গেলো কি?